দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 21 October 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যেবিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সরকার

বার্তা কক্ষ
October 21, 2025 8:45 am
Link Copied!

মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

সম্প্রতি ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ বা প্রচারসহ সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

এদিন সূর্যোদয়ের পরপরই দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিটিভি, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলো জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম প্রচার করবে।

গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হবে, তবে ১৪ ডিসেম্বর রাতে আলো জ্বালানো যাবে না।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ে ঢাকাসহ সারা দেশে ৩১ বার তোপধ্বনি বাজানো হবে।

সকাল ৬টা ৩৪ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও কূটনীতিকরাও শ্রদ্ধা জানাবেন।

জেলা ও উপজেলা পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালন করা হবে।

সকাল ৯টায় বিভাগ, জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের সমাবেশ, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

সব জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা, শিশুদের রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

বিদেশে অবস্থিত দূতাবাসগুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা হবে বিদেশি নাগরিক ও প্রবাসীদের অংশগ্রহণে।

চট্টগ্রাম, খুলনা, মংলা, পায়রা, সদরঘাট, নারায়ণগঞ্জ, বরিশাল, চাঁদপুর ও মুন্সীগঞ্জে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ফুটবল, ক্রিকেট, কাবাডি ও হাডুডু প্রতিযোগিতা হবে।

টেলিভিশন ও বেতারসহ বেসরকারি চ্যানেলগুলো মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করবে।

সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে।
জেলা ও উপজেলায় উন্মুক্ত স্থানে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।

জাদুঘর ও বিনোদন কেন্দ্র শিশুদের জন্য সারাদিন খোলা থাকবে এবং বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
পর্যটন কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে প্রীতিভোজের আয়োজন করা হবে।

দেশের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো হবে।

ডাক অধিদপ্তর বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করবে।

সব উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।