অনেকে জানেন না তাদের পৈতৃক জমি কোথায় আছে বা কতটুকু জমি আছে। শহরে জন্ম নেওয়া বা দীর্ঘদিন শহরে থাকা অনেকেই গ্রামে জমির খোঁজ রাখার সুযোগ পান না। কখনো কখনো এমন জমি অন্যের দখলে চলে যাওয়ার ঘটনাও ঘটে।
এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার চালু করেছে ই-পর্চা (e-porcha) নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আপনি ঘরে বসেই জানতে পারবেন বাবা, দাদা, এমনকি নানা-নানীর নামে কোথায় কতটুকু জমি আছে। মাত্র ২–৫ মিনিটেই মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে তথ্য পাওয়া সম্ভব।
১. ওয়েবসাইটে যান: প্রথমে http://www.eporcha.gov.bd খুলুন।
২. খতিয়ান অনুসন্ধান নির্বাচন করুন।
৩. অঞ্চল ও মৌজা নির্বাচন করুন: বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজার নাম দিতে হবে।
৪. পর্চার ধরন বাছাই করুন: CS, SA, RS, BS—একবারে এক ধরণের পর্চা নির্বাচন করতে হবে।
৫. তথ্য অনুসন্ধান করুন: খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম দিয়ে খুঁজুন। চাইলে দাদা, বাবা, স্বামী, ভাই বা মামার নাম দিয়েও অনুসন্ধান করা যাবে।
৬. ক্যাপচা পূরণ ও অনুসন্ধান: সঠিক ক্যাপচা কোড দিয়ে ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন। সংশ্লিষ্ট জমির খতিয়ান তথ্য দেখাবে।
সরকার ইতোমধ্যেই দেশের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, যার একটি হলো http://www.eporcha.gov.bd।
আপনি যদি এখনো না জেনে থাকেন আপনার পূর্বপুরুষদের নামে কোথায় কতটুকু জমি আছে, তবে আজই e-Porcha ওয়েবসাইটে লগইন করে ঘরে বসেই সম্পত্তির পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন ও ভৌগোলিক অবস্থান জানুন। সহজ সার্চ, দ্রুত ভেরিফিকেশন ও নিরাপদ ডেটা — সবকিছু এক প্ল্যাটফর্মে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.