দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 11 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভোটকক্ষে সংবাদকর্মীদের প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয় : উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন

বার্তা কক্ষ
October 11, 2025 8:18 pm
Link Copied!

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অ্যাক্রিডিটেশন কার্ডধারী সংবাদকর্মীদের ভোটকক্ষে প্রবেশে অনুমতি নেওয়ার বিধান থাকা উচিত নয়। অ্যাক্রিডিটেশন (সাংবাদিক কার্ড) দেওয়ার পর ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। এছাড়া ভোটকক্ষে একসঙ্গে কয়জন সাংবাদিক প্রবেশ করতে পারবেন, সে বিষয়েও ছাড় দেওয়া উচিত।

আজ শনিবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা – ২০২৫ শীর্ষক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নীতিমালায় ছোট ছোট সংস্কার আনা দরকার। এটা আমার ব্যক্তিগত মতামত, সরকারের নয়। ইসি যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়, তবে যতটা সম্ভব উদার হতে হবে। অ্যাক্রিডিটেশন (সাংবাদিক কার্ড) দেওয়ার পর ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। কতক্ষণ থাকবেন, সেটাতেও বাধা দেওয়া ঠিক নয়। ভোটকক্ষে প্রবেশে অনুমতির বিধান রাখা উচিত নয়, এটা বাদ দেওয়া দরকার। তবে গোপন কক্ষে প্রবেশ করা যাবে না।

কক্ষে দুজনের বেশি সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সময়ও এটা ছিল, কারণ ভোটকক্ষের জায়গা ছোট। সেখানে ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, বিভিন্ন দলের এজেন্ট থাকেন। বেশি সাংবাদিক প্রবেশ করলে জায়গা সংকট হয় এবং ভোটগ্রহণে অসুবিধা হয়। তবে এখন এটা পুনর্বিবেচনা করা উচিত। প্রকৃত ভোটার ভোট দিচ্ছেন কি না, অনিয়ম হচ্ছে কি না- সেটা দেখাই আসল বিষয়। আমরা টিভিতে লাইভ দেখে ব্যবস্থা নিতাম। নারায়ণগঞ্জ সিটি ভোটের সময় টিভিতে দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম।

তিনি আরও বলেন, ইসির প্রতি অনুরোধ- সাংবাদিকদের সঙ্গে বসুন। এমন কিছু নেই, যা আলোচনা করে সমাধান করা যায় না। এখনো সময় আছে, বসুন। ‘মেইক ইট ট্রান্সপারেন্ট’। লাইভ টেলিকাস্ট করতে দিন। ইসি বলছে, শতাব্দীর সেরা নির্বাচন করবে- তাহলে ইসির চোখ হওয়া উচিত ক্রিস্টাল ক্লিয়ার। কেন্দ্রে ঢোকার পর ভোটকক্ষে প্রবেশে অনুমতির দরকার নেই। আশা করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটাবে ইসি। এজন্য মিডিয়ার সহায়তা নিতে হবে, কারণ মিডিয়াই হচ্ছে তাদের চোখ। দুধে এক ফোঁটা চুন পড়লে যেমন সেটা বিক্রি করা যায় না, তেমনি একটি জাল ভোট পড়লেও রিইলেকশন করতে হবে।

ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, নারী সাংবাদিকরা চাকরির ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন। এজন্য আপনারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ান। এ বিষয়ে বিএফইউজে মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে পারে।

বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় দ্য ডেইলি স্টারের সভাকক্ষে আয়োজিত এই সভাটি আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে ও বিজেসির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব এবং আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, আরএফইডি সভাপতি কাজী এমাদ উদ্দীন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।