গত এক বছরে দেশে সাইবার অপরাধ বেড়েছে ১২ শতাংশ। আর গত ৫ বছরে সাইবার অপরাধে ভুক্তভোগী প্রায় ২ লক্ষ মানুষ অভিযোগ করেছেন বিভিন্ন প্লাটফর্মে, যা ভুক্তভোগীদের মাত্র ১২ শতাংশ।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় এমন দাবি করেন সাইবার ক্রাইম এয়্যারনেন্স নামের একটি সংগঠন। তাদের জরিপে উঠে এসেছে যে, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অপরাধের শিকার ৮০ শতাংশই ১৮ থেকে ৩০ বছর বয়সের। আর ভুক্তভোগী ৬০ শতাংশই হলো নারী।
তাদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নেও সংগঠিত হয়েছে সাইবার অপরাধ। এ ছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ডিপফেকিং এই অপরাধ বাড়ানোর পেছনে দায়ী বলেও মনে করেন আলোচকরা।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.