আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের সফরে তার সঙ্গে চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, সফরসঙ্গী রাজনীতিবিদরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তবে রাজনৈতিক নেতাদের বাইরে পুরো প্রতিনিধিদলে কতজন থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
তৌহিদ হোসেন বলেন, আমরা এমন এক পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব রাজনৈতিক নেতাদের কাছেই যাবে। সেই কারণে প্রতিনিধিদলে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন। সেখানে জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে গৃহীত সংস্কার পদক্ষেপ, সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে আশা করা যাচ্ছে।
এছাড়া তার বক্তব্যে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ, সম্পদ পাচার রোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তি হস্তান্তর, এবং ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধবিরতিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু স্থান পাবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। অনেক বৈঠকের সময়সূচি শেষ মুহূর্তে পরিবর্তিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি ও সুনামের কারণে বিভিন্ন বিশ্বখ্যাত সংবাদমাধ্যম তার সাক্ষাৎকার নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পরিসর আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত থাকবে নিউইয়র্ক পুলিশ।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    