৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টার মধ্যে সব পরীক্ষার্থীকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে হলে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (৭ সেপ্টেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টা ৩০ মিনিটের পর পরীক্ষার হলে প্রবেশের সব ফটক বন্ধ হয়ে যাবে। পরীক্ষায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় আকারে বিন্যস্ত করা হয়েছে। পাশাপাশি প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন প্রক্রিয়ায় সাজানো হয়েছে।
এই প্রক্রিয়ার কারণে নিজ আসন ও কক্ষ চিহ্নিত করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানায় পিএসসি। তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পিএসসি আরও জানিয়েছে, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট সুষ্ঠুভাবে সম্পন্ন এবং পরীক্ষা হলে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
প্রসঙ্গত, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। নিয়োগের এই সুযোগ পেতে আবেদন করেছেন প্রায় পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.