দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে পদযাত্রা

বার্তা কক্ষ
June 24, 2025 12:20 pm
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে পদযাত্রা ও ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়েছেন চাকরিচ্যুত, কারামুক্ত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (২৪ জুন) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সরকারের পক্ষ থেকে দুপুর ১২টার মধ্যে দাবি পূরণ না করলে পদযাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন তারা।

বিডিআর পরিবারের সন্তান মারুফ সরকার জানান, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে আজকে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি।

তিনি আরও জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দাবি পূরণ না হয় তাহলে ১২টা ৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা করা হবে।