আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 4 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচন – মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২ জন

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।

ইসি জানায়, এবারের নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এসব মনোনয়নপত্র জমা দেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী।

যাচাই-বাছাই শেষে অঞ্চলভিত্তিক বৈধ প্রার্থীর পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল হয়েছে ১৩৩টি। চট্টগ্রাম অঞ্চলে ১৩৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে এবং ৫৬টি বাতিল করা হয়েছে।

রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, যেখানে ৭৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও ৭৯ জন প্রার্থী অবৈধ হয়েছেন। বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩১ জন এবং বাতিল হয়েছে ৩১ জনের মনোনয়ন।

সিলেট অঞ্চলে ১১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে, আর বাতিল হয়েছে ৩৬টি। ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থী বৈধতা পেলেও ১১২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লা অঞ্চলে ২৫৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৯৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে। রংপুর অঞ্চলে ২১৯ জন প্রার্থী বৈধতা পেয়েছেন ও ৫৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে। ফরিদপুর অঞ্চলে ৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল হয়েছে ৪৬টি।

নির্বাচন কমিশনের তথ্যে আরও জানা গেছে, সারাদেশে যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্র কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন>>>

ইসি জানিয়েছে, প্রকাশিত এই তালিকার বিরুদ্ধে কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছে কমিশন।