
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা নাগরিক ও দেশে জরুরি সেবায় নিয়োজিতদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনে ব্যাপক সাড়া মিলেছে। এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ ভোটার এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। এর মধ্যে প্রবাস থেকে আবেদন করেছেন প্রায় ১৩ লাখ ভোটার এবং দেশের অভ্যন্তর থেকে প্রায় ৬ লাখ ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) এ নিবন্ধন কার্যক্রমের সময়সীমা শেষ হচ্ছে। রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত মোট ১৩ লাখ ৭ হাজার ২৭৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ২২ হাজার ৪০৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮৭১ জন।
অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ পর্যায় থেকে মোট আবেদন জমা পড়েছে ৫ লাখ ৮৪ হাজার ৫০৮টি। এর মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৪ জন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ১ লাখ ৫ হাজার ৯৯৬ জন, আনসার ও ভিডিপি সদস্য ৮ হাজার ৭৪১ জন এবং কারাবন্দি ভোটার ৫ হাজার ৩২৭ জন।
এবার প্রথমবারের মতো আইটি-নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা ঘরে বসেই নিবন্ধন করে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধনের সময়সীমা ইতোমধ্যে তিন দফা বাড়ানো হয়েছে।
ইসি জানিয়েছে, নিবন্ধন অনুমোদিত হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসী ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এই নিবন্ধনে অংশ নিচ্ছেন। উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, তাইওয়ানসহ আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশ।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.