
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া মিলছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, শুক্রবার (২ জানুয়ারি) বেলা ২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১২ লাখ ২৫ হাজারের বেশি ভোটার।
ইসি’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৫ হাজার ৩৩ জন। এর মধ্যে—
পুরুষ ভোটার: ১০ লাখ ৫৬ হাজার ৭০৮ জন
মহিলা ভোটার: ১ লাখ ৬৮ হাজার ৩২৩ জন
নিবন্ধনকারীদের মধ্যে ১২ লাখ ১৩ হাজার ৯৯৫ জনের আবেদন অনুমোদিত হয়েছে। এখনও যাচাই প্রক্রিয়ায় রয়েছে ১১ হাজার ৩৮ জনের আবেদন।
পরিসংখ্যান বলছে, পোস্টাল ব্যালটের জন্য বাংলাদেশ থেকেই সর্বোচ্চ ৫ লাখ ৩৫ হাজার ২৬৩ জন ভোটার নিবন্ধন করেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এই ব্যবস্থায় ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে—
প্রবাসী বাংলাদেশি ভোটার
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী
আইনি হেফাজতে থাকা ভোটাররা
ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।
ইসি জানায়, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। নিবন্ধন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ভুটান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, তাইওয়ানসহ বিশ্বের বহু দেশ থেকে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন চলছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগের পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর না হওয়ায় এবার প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ব্যবস্থা চালু করা হয়েছে, যা প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.