সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে—কূটনীতির টেবিল থেকে আকাশপথ পর্যন্ত। এই ইতিবাচক সমীকরণের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত বাস্তব রূপ নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা ও করাচির মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার পর এখন পাকিস্তান–বাংলাদেশ রুটে সরাসরি আকাশযাত্রা ফের শুরু হওয়ার পথে। বর্তমানে এই রুটে যাতায়াতকারী যাত্রীরা মূলত দুবাই বা দোহা হয়ে যাতায়াত করছেন।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশের জাতীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়া এই অনুমোদন প্রাথমিকভাবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময় শেষে বিষয়টি পুনরায় পর্যালোচনার সুযোগ রাখা হয়েছে।
অনুমোদন অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্স নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে। তবে এ ক্ষেত্রে কঠোর নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) সূত্র জানায়, নির্ধারিত রুটের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের পূর্ণাঙ্গ বিবরণ সরবরাহ করতে হবে। পাশাপাশি অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের সম্মতি নিশ্চিত করতে হবে।
সূত্রগুলো আরও জানায়, চলতি জানুয়ারির শেষ নাগাদ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান নিশ্চিত করেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
ফরেন সার্ভিসেস একাডেমিতে দেওয়া এক বক্তব্যের ফাঁকে দ্য নিউজ-কে তিনি এই তথ্য জানান—যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, দক্ষিণ এশিয়ার আকাশে আবারও খুলতে যাচ্ছে একটি নতুন কানেক্টিভিটি করিডর।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.