
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি—একই দিনে, একই সিদ্ধান্তে দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের মুহূর্ত।
গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ইতোমধ্যেই একটি তথ্যভিত্তিক পোস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দিলে জনগণ কী সুবিধা পেতে পারে, আর কী থেকে বঞ্চিত হতে পারে—তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকালে ‘গণভোটে 'হ্যাঁ' ভোট দিলে কী পাবেন আর 'না' ভোট দিলে কী পাবেন না, জেনে নিন’ এই শিরোনামে পোস্ট করা একটি ফটোকার্ডে গণভোটে 'হ্যাঁ' ভোট এবং 'না' ভোট দেওয়ার ফলাফল সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করা হয়।
নিম্নে সেই ফটোকার্ডটি তুলে ধরা হলো-
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.