
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পেছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেকের নাম ও ঠিকানা প্রকাশ করা হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের চলমান অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সামনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর পেছনে একাধিক পক্ষ জড়িত থাকার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। হত্যার মূলে যারা রয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে জনসম্মুখে আনা হবে।
হাদি হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও যানবাহার বিষয়ে তিনি বলেন, গুলিতে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সেগুলো বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।
হত্যাকাণ্ডে বিপুল অর্থ ব্যয় হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার আরও বলেন, তদন্তের অংশ হিসেবে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে। তিনি আশ্বাস দেন, আগামী ১০ দিনের মধ্যে—অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যেই—এই মামলার চার্জশিট দাখিল করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.