আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 22 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Link Copied!

জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি’ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রচারণার আওতায় ভোটের গাড়ি দেশের ৬৪টি জেলা ও তিন শতাধিক উপজেলায় পরিভ্রমণ করে ভোটাধিকার, নির্বাচন এবং গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে হবে। ভোটাধিকার কোনো দয়া নয়— এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা নির্ধারিত হবে এবারের নির্বাচন ও গণভোটের মাধ্যমে।

তিনি আরও বলেন, নিষ্ক্রিয়তা নয়— অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার একটি অবাধ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আগামী বহুদিনের জন্য দেশের দিকনির্দেশনা নির্ধারিত হবে।