
বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমের সভাকক্ষে রজব মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্ম উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে রজব মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।
ইসলামি শরিয়তে রজব মাসের রয়েছে বিশেষ মর্যাদা। রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চার মাসকে ‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত মাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেসব মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ। আরব সমাজে ঐতিহাসিকভাবে এ সময়টাতে মানুষ যুদ্ধ ও সহিংসতা থেকে বিরত থেকে আত্মশুদ্ধি ও বিশ্রামে মনোনিবেশ করত।
রজব মাসের ২৬ তারিখের রাত মুসলিম উম্মাহর কাছে এক অনন্য তাৎপর্য বহন করে। এই মহিমান্বিত রাতেই সংঘটিত হয় ইতিহাসের অলৌকিক ঘটনা ইসরা ও মিরাজ—যেদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছান এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ বিধান নিয়ে ফিরে আসেন।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.