
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ ও অপারেশনাল রেডিনেস নিশ্চিত করতে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক নির্ধারিত রয়েছে। এর পর একই দিনে দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভায় বসবেন তিনি।
সভাগুলোতে নির্বাচন কমিশনারদের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আলোচনায় নির্বাচনী নিরাপত্তা, মাঠপর্যায়ের সমন্বয়, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জরুরি প্রতিক্রিয়া কাঠামো—এই চারটি কোর পিলারকে কেন্দ্র করে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.