
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কৌশলগত সমন্বয় এনেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল প্রক্রিয়ায় সময় পুনর্বিন্যাস করে কমিশন আপিল দায়েরের সময় দুই দিন কমালেও, আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়িয়েছে—একটি ব্যালান্সড অপারেশনাল মুভ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জারি করা সংশোধিত প্রজ্ঞাপনে ইসি জানায়, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি (সোমবার–শুক্রবার), যা আগে নির্ধারিত ছিল ৫ থেকে ১১ জানুয়ারি। অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা বাড়িয়ে ১০ থেকে ১৮ জানুয়ারি (শনিবার থেকে পরের সপ্তাহের রোববার) নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১২ থেকে ১৮ জানুয়ারি।
ইসি বলছে, সংবিধানের ৬৫ অনুচ্ছেদের আলোকে সংসদ গঠনের সাংবিধানিক দায়বদ্ধতা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১ অনুযায়ী এই নির্বাচন আয়োজন করা হচ্ছে। সেই লক্ষ্য সামনে রেখেই সময়সূচিতে এই ফাইন-টিউনিং।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন: ২৯ ডিসেম্বর (সোমবার)
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
আপিল দায়ের: ৫–৯ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ১০–১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এখনো মনোনয়নপত্র দাখিলের জন্য ১০ দিন সময় হাতে আছে
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.