স্বচ্ছতা ও জবাবদিহিতাকে কেন্দ্রবিন্দুতে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার ও ন্যায়ের নীতির ওপর ভিত্তি করেই দেশের আদালতসমূহ বিচারিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি উল্লেখ করেন, দেশীয় আইনি কাঠামোর পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ এশিয়া উপমহাদেশে একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
আলোচনা সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।
এর আগে, বৃহস্পতিবারই ছিল প্রধান বিচারপতির শেষ কর্মদিবস। এ উপলক্ষে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তবে ওই সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় আজ বৃহস্পতিবারই ছিল তার কার্যত শেষ কর্মদিবস।



