আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 16 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেশের মালিকানা আপনাদের হাতে, আর সেই মালিকানারই স্বাক্ষর আপনার ভোট: প্রধান উপদেষ্টা

Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। আমরা কী ধরনের রাষ্ট্র চাই—তার চূড়ান্ত রূপরেখা নির্ভর করবে এই গণভোটের ফলাফলের ওপর। এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার পথচলা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা দৃঢ়ভাবে চাই—এই নির্বাচন হোক প্রকৃত অর্থে উৎসবমুখর, সর্বজনীন অংশগ্রহণে সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং সর্বোপরি গ্রহণযোগ্য ও সুষ্ঠু। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপ আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণে আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, একটি বিষয় বারবার স্মরণ করিয়ে দিতে চাই—নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার সম্মিলিত। আপনাদের প্রদত্ত মূল্যবান ভোটই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে নয়, বরং নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ, গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যক্ষ অবদান হিসেবে বিবেচনা করুন। দেশের প্রকৃত মালিক আপনারাই—আর সেই মালিকানার শক্তিশালী স্বাক্ষর হলো আপনার ভোট।