লা লিগার উচ্চ-প্রতিযোগিতার মঞ্চে ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-১ ব্যবধানে হারিয়ে নিজেদের শীর্ষ অবস্থান আরও সুদৃঢ় করেছে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই অ্যাতলেটিকোর রক্ষণভাগে একের পর এক স্ট্র্যাটেজিক আক্রমণ পরিচালনা করতে থাকে কাতালানরা। তবে স্কোরলাইনে প্রথম অগ্রগতি আসে অ্যাতলেটিকোর পক্ষ থেকেই—১৯তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে অ্যালেক্স বায়েনার গোল, যা বার্সার ওপরে চাপ বাড়িয়ে তোলে।
কিন্তু সেই লিড বেশি সময় স্থায়ী হতে দেয়নি বার্সেলোনা। মাত্র সাত মিনিট পর পেদ্রির থ্রো-ইন থেকে তৈরি হওয়া সুযোগে ইনজুরি শেষে মাঠে ফেরা রাফিনিয়া সমতার গোল আদায় করে নেন।
৩৬ মিনিটে পাওয়া পেনাল্টির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পরে আরও আগ্রাসী ও কন্ট্রোলড অ্যাপ্রোচ নিয়ে মাঠে নামে বার্সা। ম্যাচের ৬৫ মিনিটে, অসাধারণ এক ফিনিশিংয়ে দানি ওলমো দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
অন্যদিকে অ্যাতলেটিকো কয়েকটি সম্ভাবনা তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়।
যোগ করা সময়ের শেষ মিনিটে আলেহান্দ্রো বাল্দের নিখুঁত অ্যাসিস্ট থেকে ফেরান টরেস গোল করে ব্যবধান ৩-১ এ নিয়ে যান। এরপরই ক্যাম্প ন্যুতে বেজে ওঠে শেষ বাঁশি।
এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে থাকার ব্যবধান চার পয়েন্টে উন্নীত করেছে বার্সেলোনা।
হ্যান্সি ফ্লিকের শিষ্যদের ধারাবাহিক ও কাঠামোবদ্ধ পারফরম্যান্স শিরোপা লড়াইয়ে তাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে।


