সিরিজের ভাগ্যনির্ধারক লড়াই আজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড—এক ম্যাচেই নির্ধারিত হবে কার হাতে উঠবে সিরিজের ট্রফি।
সিরিজ এখন ১-১ এ সমতায়, তাই আজকের দ্বন্দ্বটি হয়ে উঠেছে কার্যত অলিখিত ফাইনাল।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও ম্যাচটির কৌশলগত গুরুত্ব বেশ বড়। দুই দলই স্কিলসেট, কম্বিনেশন এবং ম্যাচ-রিডিনেস যাচাই করে নিতে চাইছে শেষ মুহূর্তে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ দলেও এসেছে পরিবর্তন—স্কোয়াডে ফিরেছেন শামীম পাটোয়ারী। সিরিজ ডেসাইডার হলেও একাদশে কিছু রদবদল দেখা যেতে পারে বলে ধারণা টিম ম্যানেজমেন্টের।
তৃতীয় ম্যাচটি যেহেতু ডে ম্যাচ, তাই কন্ডিশন–রিডিং থেকে শুরু করে গেম প্ল্যান—সবই নতুন করে ক্যালিব্রেট করতে হবে দু’পক্ষকেই।
স্পিন–পেসের মিশ্রণ, হিটিং টেম্পো, পাওয়ারপ্লে ম্যানেজমেন্ট—সবকিছুতেই আজ নির্ভুলতা চাইবে টাইগাররা।
চট্টগ্রামের আকাশের নিচে আজ গড়ে উঠবে আরেকটা প্রতিদ্বন্দ্বিতার গল্প—বাংলাদেশ কি ট্রফি ধরে রাখবে, নাকি আয়ারল্যান্ড লিখবে নতুন স্ক্রিপ্ট—এখন নজর সেখানেই।


