আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 15 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে যে ৩০ দলের জায়গা নিশ্চিত হলো

Link Copied!

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। ইতোমধ্যেই পৃথিবীর বিভিন্ন মহাদেশ থেকে মোট ৩০টি দল টুর্নামেন্টের মূল পর্বে জায়গা পাকাপোক্ত করে ফেলেছে। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা আর ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে ৪৮ দলের আসরটি।

এ পর্যন্ত নিশ্চিত হওয়া ৩০ দলের তালিকা—

ইউরোপ: ৩ দল

ইউরোপীয় বাছাইয়ে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে।

দক্ষিণ আমেরিকা: পূর্ণ ৬ দল

দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে মূল পর্বে জায়গা।

উত্তর ও মধ্য আমেরিকা: ২ দল

আয়োজক দেশ হওয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি খেলছে। তাদের সঙ্গে বাছাই পেরিয়ে যোগ দিয়েছে মেক্সিকো।

আফ্রিকা: ৯ প্রতিনিধি

এই অঞ্চলের নিশ্চিত করা দলগুলো হলো—
আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা।

এশিয়া: ৭ দল

এশিয়ার বাছাইপর্ব থেকে জায়গা পেয়েছে—
জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান।

ওশেনিয়া: ১ দল

ওশেনিয়া অঞ্চল থেকে সরাসরি মূল পর্বে উঠেছে নিউজিল্যান্ড।

মোট ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। এখন পর্যন্ত ৩০টি দল নিশ্চিত হলেও, বাকি স্পটগুলো নির্ধারিত হবে শেষ ধাপের বাছাইপর্ব এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।