বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) তারিখে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। আসন্ন সেই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। আজ (৬ অক্টোবর ২০২৫) আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে ভিআইপি গেট দিয়ে বের হন হামজা।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান। এরপর পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে করে তাকে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়।
হামজাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন ও কামরুল হাসান হিল্টন। হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে দল। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র এবং ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে (১ - ২) ব্যবধানে পরাজিত হয়। দুটি ম্যাচেই বাংলাদেশের জার্সিতে মাঠ মাতিয়েছেন হামজা চৌধুরী। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.