দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 1 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস লিগে রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পিএসজি-বার্সেলোনা

বার্তা কক্ষ
October 1, 2025 1:35 pm
Link Copied!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন পিএসজি ও স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। বার্সার হোম ভেন্যু স্তাদিও অলিম্পিক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় আজ দিবাগত রাত একটায়।

বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে পর্তুগিজ এই মিডফিল্ডারকে পাচ্ছেন বস লুইস এনরিকে। শঙ্কা কাটিয়ে শিরোপাধারীদের দলে আছেন তারকা মিডফিল্ডার ভিতিনিয়াও। অবশ্য একটি দুঃসংবাদও আছে ফরাসি লিগ-ওয়ান চ্যাম্পিয়নদের জন্য। খেলতে পারছেন না জর্জিয়ান লেফট উইঙ্গার খাভিচা কাভারাৎস্খেলিয়া।

হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়েই স্কোয়াডে ফিরেছেন নেভেস। সর্বশেষ অক্সেরের বিপক্ষে ২-০ গোলে জেতা লিগ ম্যাচে অস্বস্তি নিয়ে মাঝপথে মাঠ ছাড়েন ভিতিনিয়া ও কাভারাৎস্খেলিয়া। বার্সেলোনার বিপক্ষে দুইজনকেই পাওয়া নিয়ে জেগেছিল শঙ্কা।

সংশয়ের সেই কালো মেঘ দূর করে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া খেলার জন্য প্রস্তুত। কিন্তু ঊরুতে চোট পাওয়া কাভারাৎস্খেলিয়া পারেননি সময়মতো সেরে উঠতে। বাঁ ঊরুর চোটে ভুগছেন পিএসজির অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। হ্যামস্ট্রিং চোটের সঙ্গে লড়াই চলছে এবারের ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলের। আর পেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন আরেক ফরোয়ার্ড দিজিরে দুয়ে।

একদিন আগেই লা-লিগায় ঘুরে দাঁড়ানোর ম্যাচে রিয়াল মাদ্রদিকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছে বার্সেলোনা। ১-০ গোলে পিছিয়ে পড়েও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। তিনটি পয়েন্ট নিশ্চিত করা হ্যান্সি ফ্লিকের দলের জন্য খুব একটা সহজ ছিল না।