দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 29 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা

বার্তা কক্ষ
September 29, 2025 2:16 pm
Link Copied!

লা লিগায় পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নিয়েছে এফসি বার্সেলোনা। চোট কাটিয়ে দলে ফিরেই জয়ে ভূমিকা রেখেছেন লামিন ইয়ামাল। লিগের সপ্তম ম্যাচ ডে’তে রিয়াল সোসিয়াদাদকে (২-১) গোলে হারানোর সুবাদে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষস্থানে এখন কাতালানরা।

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) ঘরের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে সোসিয়াদাদকে আতিথ্য দেয় বার্সেলোনা।

ম্যাচের প্রথম আধা ঘণ্টায় ৮৫ শতাংশের বেশি সময় ধরে বল ছিল বার্সার দখলে। এই সময়ে তাদের তিনটি শট লক্ষ্যে থাকলেও সোসিয়েদাদের রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করা যায়নি। তবে ৩১তম মিনিটে আচমকা গোলে বার্সেলোনাকে হতভম্ব করে দেয় সফরকারীরা। স্প্যানিশ ফরোয়ার্ড আন্দের বারেনেচেয়ার পাস থেকে স্লাইড শটে বল জালে পাঠান স্বদেশী ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা। তবে ৪৩তম মিনিটে সমতা ফেরাতে সক্ষম হয় শিরোপাধারীরা। বাঁ দিক থেকে মার্কাস র‍্যাশফোর্ডের নেয়া কর্নার কিকে হেডে গোল করেন ফরাসি ডিফেন্ডার কুন্দে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ মার্তিনের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৮তম মিনিটে তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল চোট কাটিয়ে মাঠে ফেরেন। মাঠে নামার মাত্র এক মিনিটের মধ্যে তিনি দলের এগিয়ে যাওয়ায় বড় ভূমিকা পালন কররেন। ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে ইয়ামাল নিখুঁত ক্রস বাড়ান, আর হেডে গোলটি করেন পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি।

আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের দেখা মেলেনি। তবে ৮৪তম মিনিটে ২৫ সেকেন্ডের ব্যবধানে দুই দলেরই দুটি সুযোগ নষ্ট হয়। প্রথমে তাকেফুসা কুবোর শট ক্রসবারে বাধা পায়, এরপর প্রতি-আক্রমণে লেভানদোভস্কির শটও ক্রসবার কাঁপায়।

এই জয়ে সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেল রিয়াল মাদ্রিদ।