দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 25 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ ম্যাচ কবে, কখন এবং কোথায়?…

বার্তা কক্ষ
September 25, 2025 3:03 pm
Link Copied!

ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকো। নতুন মৌসুম শুরু হলেও ভক্তদের মনে প্রশ্ন ছিল কবে হবে এবারের এল ক্লাসিকো। স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই উপভোগ করতে মুখিয়ে থাকে পুরো বিশ্ব। লা লিগার নতুন মৌসুমের সূচি প্রকাশ হলেই দর্শকদের চোখ থাকে এই এল ক্লাসিকোর দিকে।

ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এ লড়াই অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। ওইদিন লা লিগায় প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে ক্লাব ফুটবলের সবচেয়ে হাইভোল্টেজ এই লড়াই।

গত মৌসুমে এল ক্লাসিকোর চারটি ম্যাচেই জিতে রিয়াল মাদ্রিদকে পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়বারের মতো কোনো মৌসুমে ক্লাসিকোর সব ম্যাচে জয় তুলে নেয় কাতালান ক্লাবটি। লা লিগায় ৪-০, সুপার কাপের ফাইনালে ৫-২, কোপা দেল রে’র ফাইনালে ৩-২ এবং মৌসুমের শেষ ক্লাসিকোতেও ৪-৩ গোলের ব্যবধানে জেতে বার্সা।

চলতি মৌসুমে লিগে টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে রিয়াল ওবেইদোর বিপক্ষে।

রিয়ালের কোচ হয়ে আসার পর জাবি আলোনসোর এটাই প্রথম ক্লাসিকো, বার্সেলোনা কোচ ফ্লিকের পঞ্চম। আগের চারটিতেই জেতা ফ্লিক একটি কীর্তি গড়ার দুয়ারে আছেন। কোচ হিসেবে নিজের প্রথম পাঁচ ক্লাসিকোয় জয় পেয়েছেন কেবল পেপ গার্দিওলা। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী মাসে জিতে ম্যানচেস্টার সিটি কোচের পাশে বসার হাতছানি ফ্লিকের সামনে।