এশিয়া কাপের ফাইনালে ওঠার প্রথম সুযোগে ভারতের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ দল।পাকিস্তানের সঙ্গে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল। ফাইনালে উঠতে উভয়ের সামনেই সহজ সমীকরণ, যারা জিতবে ভারতের বিপক্ষে তারাই ফাইনাল ম্যাচ খেলবে। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের জন্য আরেকটি বাড়তি পাওয়া পাকিস্তানের অধারাবাহিক ব্যাটিং। গ্রুপপবের্বে ভারত ছাড়া তাদের তেমন কঠিন পরীক্ষা দিতে হয়নি। ধারাবাহিকভাবে তারা সুপার ফোরেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হেরেছে। এরপর শ্রীলঙ্কার মাত্র ১৩৪ রান তাড়া করতে নেমে ১২ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজের জুটি কোনোমতে তাদের বিপদ থেকে টেনে তুলেছে। পুরো টুর্নামেন্টে পাকিস্তানের ব্যাটিংয়ের দৈন্যদশাকে নিজেদের পক্ষে কাজে লাগাতে চাইবে বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশের বোলিং লাইনআপের প্রশংসা প্রতিপক্ষের মুখে এর আগেও শোনা গেছে। গতকাল (বুধবার) পাওয়ার প্লেতে ১২ গড়ে ৭২ রান এবং ১০.১ ওভারে দলীয় একশ পূর্ণ করা ভারতের বিপক্ষে পরের অর্ধাংশে ঘুরে দাঁড়ান মুস্তাফিজ-রিশাদরা। ফলে দুইশ’র পথে থাকা সূর্যকুমার যাদবের দল করে শেষমেষ ১৬৮ রান। সেই লক্ষ্য তাড়ায় সাইফ হাসান ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ফলে বাংলাদেশের জন্য আশার সঙ্গে হতাশার জায়গাও অধারাবাহিক ব্যাটিং।
পাকিস্তানের বিপক্ষে পরিকল্পনা নিয়ে গত ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকের আলি বলেন, ‘আগেও বলেছি আমরা চ্যাম্পিয়ন হতেই আসছি। কালকের (পাকিস্তান) ম্যাচেও সেই সাহস নিয়েই খেলব, আমরা ফাইনালে ওঠা এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। পরিকল্পনা এরকমই থাকবে। বোলিংয়ে ভালো করেছি। ব্যাটিংটাও এই টুর্নামেন্টেই আমরা ভালো করেছি। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। আশা ছাড়ার কিছু নেই।’
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.