দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 24 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

বার্তা কক্ষ
September 24, 2025 2:37 pm
Link Copied!

এশিয়া কাপে আজ রাত ৮টা ৩০ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতকে হারাতে হলে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের মাঝে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্সও জানিয়েছেন যে, তাদের চোখ শিরোপার দিকেই। তবে তার আগে ফাইনালে যেতে হলে ভারত ও পাকিস্তানের কঠিন বাঁধা, যেখানে অন্তত একটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

অধিনায়ক লিটন দাস অনুশীলনে পিঠে টান পেলেও তা গুরুতর নয়। ফলে তার একাদশে থাকা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে বোলিং করায় বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম। তার বদলে জায়গা পেতে পারেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব, যিনি ভারতের বিপক্ষে সবসময় কার্যকর ভূমিকা রাখেন।

এদিকে আজ বাংলাদেশকে হারালেই ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে ভারতের। তবে বাংলাদেশের বিপক্ষে আজ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যেতে পারে ভারতকে। যাতে ফাইনালের আগে বেঞ্চের শক্তিরও প্রস্তুতি হয়ে যায়। সম্ভাব্য পরিবর্তনের একটি হতে পারে উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের জায়গায় জিতেশ শর্মাকে নামানো। মিডল অর্ডারে তার আগ্রাসী ব্যাটিং ভারতকে দিতে পারে ভালো বিকল্প।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।