দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 21 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লিওনেল মেসির জোড়া গোল-অ্যাসিস্টে দুর্দান্ত জয় মায়ামির

বার্তা কক্ষ
September 21, 2025 11:59 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মেসির জোড়া গোলের সুবাদে ডিসি ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেন এলএমটেন।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ইউনাইটেডকে আতিথ্য দেয় মায়ামি।

ম্যাচের শুরু থেকেই ছিল মায়ামির দাপুটে পারফরম্যান্স। ৩৫তম মিনিটে মেসির পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে দলকে এগিয়ে নেন। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর শুরুতেই অবশ্য হোঁচট খায় মায়ামি। ম্যাচের ৫৩তম মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকের গোলে সমতায় ফেরে অতিথিরা।

দ্বিতীয়ার্ধের ২১তম মিনিটে মেসির গোলে ফের লিড নেয় মায়ামি। এরপর ৮৫তম মিনিটে তার দ্বিতীয় গোল দলকে আরও এগিয়ে নেন আর্জেন্টাইন সুপারস্টার। চলতি মৌসুমে এটি তার ২২তম গোল।

শেষ দিকে ইনজুরি টাইমে জ্যাকব মুরেল গোলে করলেও সেটি সমতার জন্য যথেষ্ঠ ছিল না। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উল্লেখ্য, এই জয়ে ইস্টার্ন কনফারেন্স জোনের টেবিলে ৫ম স্থানে উঠে এসেছে মায়ামি। বুধবার সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে মেসিরা।