দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 18 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি, করবেন লম্বা সময়ের চুক্তি

বার্তা কক্ষ
September 18, 2025 2:28 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে লম্বা সময়ের জন্য থাকতে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ফ্লোরিডার ক্লাবটির নতুন করে বহু-বছরের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন

সূত্র মারফত সংবাদমাধ্যমটি জানিয়েছে, সামান্য কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই আর্জেন্টাইন মহাতারকা ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের জন্য কলম ধরবেন। এরপরই নথিটি যাবে মেজর লিগ সকারের (এমএলএস) চূড়ান্ত অনুমোদনের জন্য।

মেসি ও ইন্টার মায়ামি শুরু থেকেই একে অপরের সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করে আসছিল। ইউরোপ ও অন্য লিগে যাওয়ার গুঞ্জন থাকলেও দুই পক্ষই নিশ্চিত করেছিল যে—তাদের মূল লক্ষ্য এই যাত্রা অব্যাহত রাখা।

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তার আগমনের পর থেকেই বদলে গেছে ক্লাবের চেহারা। এমনকি মেজর লিগ সকারের (এমএলএস) ব্র্যান্ড ভ্যালুও বাড়ে কয়েকগুণ।

এদিকে যোগদানের কয়েক সপ্তাহের মধ্যেই দলকে লিগস কাপের শিরোপা এনে দেন মেসি। এরপর ২০২৪ মৌসুমে মায়ামিকে প্রথমবারের মতো সাপোর্টার্স’ শিল্ড জিতিয়ে দেন এবং লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ডও গড়ে দেন।

চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে আর্জেন্টান কিংবদন্তির গোল সংখ্যা ২৮, সঙ্গে রয়েছে ১৪টি অ্যাসিস্ট। তিনি এখনো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বড় ভরসার নাম।

এদিকে মেসির সঙ্গে নতুন চুক্তির আভাস আগেই দিয়েছিলেন ইন্টার মায়ামির সহমালিক জর্জে মাস। সম্প্রতি তিনি বলেছিলেন, ‘আমরা যেকোনো কিছু করব যাতে মেসি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সাউথ ফ্লোরিডাতেই তার ক্যারিয়ার শেষ করেন।’