আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 17 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মেসির গোল ও অ্যাসিস্টে জয়ে ফিরল মায়ামি

Link Copied!

কিছুদিন আগেই লিগ কাপের ফাইনালে সিয়াটেলের কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে মেসি ও সুয়ারেজরা কোনো প্রতিরোধই করতে পারেননি। তবে এবার সিয়াটেলের বিপক্ষে সেই প্রতিশোধ নিল মায়ামি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-১ ব্যবধানে জয় লাভ করে তারা।

ম্যাচের প্রথম গোলটি আসে আলবার পা থেকে। ১২তম মিনিটে মাঝমাঠ থেকে মেসির এক দারুণ পাস থেকে গোল করেন সাবেক স্প্যানিশ ডিফেন্ডার।

দ্বিতীয় গোলটিও আসে এই দুই সতীর্থের জুটিতে। এবার গোল করেন মেসি। ডি-বক্সের বাঁদিক থেকে আলবার পাস পায়ের ছোঁয়া দিয়ে বল জালে পাঠান তিনি। গোলটি মেসির ক্যারিয়ারের ৮৮০তম, সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টিনার অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ান ফ্রে। তবে সিয়াটেলের ভার্গাস ৬৯তম মিনিটে একটি গোল শোধ করেন। কিন্তু শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি।

বর্তমানে ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি আর ২৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সিয়াটেল অবস্থান করছে টেবিলের ১২ নম্বরে।