দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 17 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

বার্তা কক্ষ
September 17, 2025 12:07 pm
Link Copied!

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮ রানে আফগানদের হারিয়েছে টাইগাররা।

খেলার শুরুতে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে আফগানিস্তান।

এদিন টাইগারদের দেয়া লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে আফগানিস্তান। শূন্যরানে ১ উইকেট ও ১৮ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর রহমানুল্লাহ গুরবাজ, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

গুরবাজ ২ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। আজমতউল্লাহ ১ চার ও ৩ ছক্কায় করেন ৩০ রান। রশিদ খান ২ চার ও ১ ছক্কায় করেন ২০। এছাড়া গুলবাদিন ১৬ ও নবী করেন ১৫ রান। বল হাতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাসুম আহমেদ ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান নিয়ে নেন ২টি উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রানে নেন আরও ২টি উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন।