রাফিনহা, রবার্ট লেভানদোভস্কি এবং ফারমিন লোপেজের দুর্দান্ত ব্রেসে এফসি বার্সেলোনা ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিল স্প্যানিশ লা লিগা ২০২৫-২৬-এর ম্যাচডে ৪-এর মুখোমুখি লড়াইয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হয় কাতালোনিয়ার জোহান ক্রুইফ স্টেডিয়ামে সোমবার (ভারতীয় সময় অনুযায়ী ১৫ সেপ্টেম্বর, ২০২৫)।
ব্লাউগ্রানা শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে এবং যদিও প্রথমার্ধে তারা মাত্র একবার গোল করতে সক্ষম হয়, দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয়। ভ্যালেন্সিয়ার ডিফেন্স ছিল সম্পূর্ণ অসহায়। এই জয়ে কাতালান জায়ান্টরা চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, অন্যদিকে ভ্যালেন্সিয়া চার পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.