দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 8 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেরিনোর হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব, তুরস্ককে উড়িয়ে দিল ৬-০ গোলে

বার্তা কক্ষ
September 8, 2025 8:21 am
Link Copied!

স্পেন কোচ দে লা ফুয়েন্তে ম্যাচের আগে চেয়েছিলেন আগের ম্যাচের চেয়ে ভালো খেলা। সেই চ্যালেঞ্জকে সাড়া দিয়েই বিধ্বংসী ফুটবল খেলল স্পেন। হ্যাটট্রিক করলেন মিকেল মেরিনো, জোড়া গোল করলেন পেদ্রি। তালিকায় নাম লিখিয়েছেন ফেরান তোরেসও। তাদের দাপুটে ফুটবলে নিজেদের মাঠেই ৬-০ গোলে উড়ে গেল তুরস্ক।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণের শুরুটা করেছিল স্বাগতিক তুরস্ক। ডি-বক্সের বাইরে থেকে হাকান চাহানোগলুর শট ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। এর পর থেকেই খেলা নিজেদের দখলে নেয় স্প্যানিশরা। ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে নেন পেদ্রি।

২২তম মিনিটে টিকি-টাকার ঝলক দেখা যায়। ছোট ছোট পাসে তৈরি আক্রমণ গোলে পরিণত করেন মেরিনো। ১-০ থেকে ব্যবধান দ্বিগুণ হয় ২-০। এরপরও একাধিক সুযোগ পেয়েছিলেন ইয়ামাল, তবে গোলের দেখা পাননি। প্রথমার্ধের শেষ সময়ে চোটে মাঠ ছাড়েন নিকো উইলিয়ামস। তবে এতে স্পেনের খেলার ছন্দে কোনো প্রভাব পড়েনি। যোগ করা সময়ে আরেকটি দারুণ আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্পেন। ৫৩তম মিনিটে ইয়ামালের পাস ধরে গোল করেন তোরেস। চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো, দৃষ্টিনন্দন শটে জালে জড়ান বল। এরপর ৬২তম মিনিটে ওইয়ারসাবালের পাস ধরে দ্বিতীয় গোল করে ব্যবধান ৬-০ করেন পেদ্রি।

টানা দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। সমান ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে জর্জিয়া ও তৃতীয় স্থানে তুরস্ক।