২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভিলা পার্কে ফিফা র্যাঙ্কিংয়ের ১৭৪ নম্বর দল অ্যান্ডোরার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
শুরু থেকে আক্রমণে ছড়ি ঘোরালেও জালের দেখা পেতে বেশ বেগ পেতে হয়েছে ইংল্যান্ডের। ম্যাচের ২৫ মিনিটে ভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় তারা। বক্সের ভিতর হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান অ্যান্ডোরার ডিফেন্ডার গার্সিয়া।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই মিনিটে দুর্দান্ত দুটি শট সেভ করে ব্যবধান বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক ইকের আলভারেস। তবে, ম্যাচের ৬৭ মিনিটে ডেকলাইন রাইস ব্যবধান দ্বিগুণ করে জয়ের পথে এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের বাকি সময়ে কয়েকবার সম্ভাবনা জাগালেও ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.