দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 24 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

লেভান্তের মাঠে নাটকীয় জয় বার্সেলোনার

বার্তা কক্ষ
August 24, 2025 11:13 am
Link Copied!

 

লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত দেড়টায় সিউদাদ দে ভ্যালেন্সিয়ায় নাটকীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় পায় কাতালানরা।

প্রথমার্ধে সম্পূর্ণ আধিপত্য (৮৫% পজেশন) থাকলেও গোলের দেখা পায়নি বার্সা। উল্টো সুযোগ কাজে লাগিয়ে লেভান্তে এগিয়ে যায়। ম্যাচের ১৫ মিনিটে ইভান রোমেরোর গোলে লিড নেয় স্বাগতিকরা। আর যোগ করা সময়ে (৪৫+৭ মিনিট) ভিএআরের মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন হোসে লুইস মোরালেস।

বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো একাদশে ছিলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড, তবে প্রভাব ফেলতে ব্যর্থ হয়ে বিরতির পরই বদলি হয়ে যান। দ্বিতীয়ার্ধেই বদলে যায় ম্যাচের রূপ। ৪৯ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান কমান পেদ্রি। মাত্র তিন মিনিট পর রাফিনহার ক্রসে ভলিতে সমতা ফেরান ফেরান তোরেস।

শেষ দিকে মাঠে নামেন রবার্ট লেভানদোভস্কি, তবে গোলের দেখা পাননি তিনি। যোগ করা সময়ের প্রথম মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। মাত্র ১৮ বছর বয়সী লামিন ইয়ামালের বাড়ানো ক্রসে আত্মঘাতী গোল করেন লেভান্তে ডিফেন্ডার উনাই এলহেসাবেল।

এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে টানা দুই হার নিয়ে মৌসুম শুরু করল লেভান্তে।