দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 2 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন রুট

বার্তা কক্ষ
August 2, 2025 9:10 am
Link Copied!

লাল বলের ক্রিকেটে একের পর এক কীর্তি গড়ছেন জো রুট। চলমান ভারত সিরিজ দিয়েই টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন তিনি। তার সামনে এখন কেবল শচীন টেন্ডুলকার। তবে এবার অন্য এক রেকর্ডের তালিকায় শচীনকে ছাড়িয়ে গেলেন তিনি।

চলমান ওভাল টেস্টের প্রথম ইনিংসে হয়েও ইনিংস বড় করতে পারেননি রুট। দলের বিপদের সময় তার ব্যাট থেকে বড় রান আশা করেছিল দল। তবে তিনি ২৯ রানের বেশি করতে পারেননি।

এই ইনিংস খেলার পথেই একটি রেকর্ড গড়েছেন রুট। টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডের তালিকায় শচীনকে ছাড়িয়ে গেছেন এই ইংলিশ ব্যাটার। ইংল্যান্ডের মাটিতে ৭ হাজার ২২০ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে এখন তিনি।

এই তালিকায় সবার উপরে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ৭ হাজার ৫৭৮ রান করেছেন নিজ দেশে। তিনে নেমে যাওয়া টেন্ডুলকারের ভারতে রান ৭ হাজার ২১৬।

এদিন আরো একটি কীর্তি গড়েন রুট। প্রথম ব্যাটার হিসেবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে ১ হাজার ৮৯৩ রান করে এই তালিকায় রুটের পরে আছেন পন্টিং।