দেশের পট পরিবর্তনের পর বিসিবির শীর্ষ পর্যায়েও পরিবর্তন এসেছে একাধিকবার। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে কয়টি বিষয় বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি, তার একটি বিপিএল। বাংলাদেশের এই দর্শকনন্দিত ফ্র্যাঞ্চাইজি লিগকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরই ধারাবাহিকতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ নানা বিতর্ক ও অব্যবস্থাপনা দূর করে বিপিএলের মান বৃদ্ধি করা।
সেই লক্ষ্যে বিপিএলের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করতে পাঁচটি ফার্ম আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে আইপিএল ও পিএসএলে কাজ করা প্রতিষ্ঠানও। দেশীয় ও আন্তর্জাতিক ফার্মগুলোর কাছ থেকে স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং ও কমার্শিয়াল এডভাইজরি সার্ভিসের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়েছিল বিসিবি, যার ডেডলাইন ছিল ২৬ জুলাই। সেখানে পাঁচটি ফার্ম আগ্রহ দেখিয়েছে।
এর মধ্যে চারটিই আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্থানীয় প্রতিষ্ঠান একটি। আন্তর্জাতিক ফার্মগুলোর মধ্যে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ও লিজেন্ডস লিগে কাজ করা প্রতিষ্ঠান।
বিপিএলের ইতোমধ্যে ১১টি আসর মাঠে গড়িয়েছে। শুরুর দিকে ব্যবস্থাপনা সন্তোষজনক থাকলেও সময়ের সাথে সাথে সমালোচনা আর বিতর্ক দুই-ই বেড়েছে। বিশেষ করে সর্বশেষ আসরে বোর্ডের পর্ষদে ব্যাপক রদবদল সত্ত্বেও ঢালাওভাবে সমালোচনা হয় বিপিএল নিয়ে।
আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হওয়ার পর বিপিএলের জৌলুস ফেরানোর উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় প্রথমবার প্রতিষ্ঠিত ফার্মের অধীনে বিপিএল আয়োজনের পথে হাঁটে বিসিবি। শেষপর্যন্ত কারা দায়িত্ব পাবে তা সময়ই বলে দিবে। তবে বিপিএলকে নতুন আঙ্গিকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে, বোর্ড নিশ্চয়ই তাদেরই বেছে নেবে।
বিপিএলের ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে। এতে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের সাথে নতুন এক বা একাধিক দল দেখা যেতে পারে। এছাড়া বাড়বে ভেন্যুর সংখ্যাও। আর কদিন পরই অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সব মিলে ক্রিকেট পাড়ায় বিপিএলের দামামা বাজা শুরু হয়ে গেছে বলা চলে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.