দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

‘ড্র’ তে শেষ হলো ইংল্যান্ড-ভারত ৪র্থ টেস্ট

বার্তা কক্ষ
July 28, 2025 8:47 am
Link Copied!

‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টেস্টে জয়ের সমান এক ড্র করেছে ভারত। এতে সিরিজে সমতা আনতে শেষ টেস্টটা জিততেই হবে সফরকারীদের।

ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ভারতের করা ৩৫৮ রানের জবাবে জো রুট (১৫০) ও বেন স্টোকসের (১৪১) জোড়া সেঞ্চুরিতে ৬৬৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

৩১১ রানে পিছিয়ে পড়ায় পরাজয়ের শঙ্কায় ছিল গিল বাহিনী। কিন্তু দ্বিতীয় ইনিংসে অনবদ্য পারফরম্যান্স করেন অধিনায়ক শুবমান গিল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা।

ম্যাচ বাঁচাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ১৮৮ রানের সিমেন্ট জুটি গড়েন লোকেশ রাহুল ও শুবমান গিল। লোকেশ রাহুল নার্ভাস নাইনটিতে (৯০) আটকা পড়লেও সেঞ্চুরি করে ফেরেন দলনায়ক। চলতি সফরে এটা তার চতুর্থ সেঞ্চুরি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২৩৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে করেন ১০৩ রান।

এরপর পঞ্চম উইকেটে ২০৩ রানের অপরাজিত জুটি গড়েন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। এই জুটিতে দুজন পঞ্চম দিনের খেলা শেষ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে তুলে নেন সেঞ্চুরিও। সুন্দর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ২০৬ বলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে করেন ১০১। জাদেজা তোলেন ১৮৫ বলে ১৩টি চার আর এক ছক্কায় ১০৭ রান।

তাদের সেঞ্চুরির পরপরই হাত মিলিয়ে ড্র মেনে মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়েরা। আর তাতে সিরিজের শেষ ম্যাচটাই হয়ে গেলো সিরিজ নির্ধারণী। চার ম্যাচ শেষে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে।

সিরিজ নির্ধারণী শেষ টেস্ট শুরু হবে আগামী ৩১ জুলাই, ওভালে।