কেম্যান দ্বীপপুঞ্জে চলমান ম্যাক্স৬০ টি-১০ লিগ ঘিরে হঠাৎ বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অর্থ না পেয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন বিশ্বের নামী তারকা ক্রিকেটাররা, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। এমন সিদ্ধান্তের ফলে একদিনেই টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।
চুক্তি অনুযায়ী, প্রতিযোগিতা শুরুর ৩০ দিন আগেই খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করার কথা ছিল। কিন্তু আয়োজক সংস্থা সেই প্রতিশ্রুতি রাখেনি। এ কারণে খেলোয়াড়রা মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভে নামেন।
বাংলাদেশের সাকিব আল হাসান নেতৃত্ব দিচ্ছিলেন ‘মায়ামি ব্লেজ’ দলকে। দারুণ ফর্মে থাকা এই অলরাউন্ডার ছয় ম্যাচে ৫২ রান ও ৫টি উইকেট শিকার করেছেন। ব্যাটিংয়ে তার স্ট্রাইক রেট ছিল ১৫৭.৫৭ এবং সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩ রান। বোলিংয়ে তার সেরা ফিগার ছিল ২/১১। সাকিবের নেতৃত্বে দলটি ছিল প্রতিযোগিতামূলক অবস্থানে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (WCA)। এক বিবৃতিতে তারা জানায়,‘চুক্তিগুলো আয়োজকেরা যেন কাগজের টুকরো মনে করছে। আইসিসি অনুমোদিত ইভেন্টে খেলোয়াড়দের সুরক্ষার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
তবে এখন পর্যন্ত টুর্নামেন্টের আয়োজক সংস্থা বিএমপি স্পোর্টস এই ঘটনায় কোনো ব্যাখ্যা বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.