রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন, যাদের অধিকাংশই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শোক প্রকাশের অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজনও করবে বিসিবি। দ্বিতীয় ম্যাচটিতে উভয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরবেন। এছাড়া, ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো ধরনের সংগীত বাজানো হবে না, জানায় বিসিবি।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমান ও ভবনটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে থাকা বহু স্কুল শিক্ষার্থী হতাহত হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে। পরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.