দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়ে ইতিহাস গড়েছিলেন আগেই। মাঝে এক ম্যাচে তিনি গোল পাননি, জয় পায়নি ইন্টার মায়ামিও। সেই বিরতি কাটিয়ে আবারও নিজের স্বভাবজাত জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। দুটি করে গোল ও অ্যাসিস্টে ম্যাচটাই যে মেসিময় করে তুললেন। এমন পারফরম্যান্সে মায়ামি নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।
আজ (রোববার) ভোরে প্রতিপক্ষের মাঠ স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে নেমে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়েছেন মেসি-আলবারা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এ নিয়ে গত সাত ম্যাচে ছয়বার জোড়া গোল করলেন। আর ৮ ম্যাচে তার গোলসংখ্যা ১৩টি। মেসির এমন ফর্মের সুবাদে ২০২৪ এমএলএস কাপের ফাইনালিস্ট নিউইয়র্ক রেডবুলস রীতিমতো উড়ে গেছে। মায়ামির পক্ষে তিনি ছাড়াও তালাসকো সেগোভিয়া জোড়া ও জর্দি আলবা এক গোল করেছেন। যদিও রেলবুলসকে শুরুতেই গোল করে লিড এনে দিয়েছিলেন আলেক্সান্ডার হ্যাক।