দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 19 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাঠে গড়াবে ফিনালিজিমা, মেসি-ইয়ামাল শো’র অপেক্ষা

বার্তা কক্ষ
July 19, 2025 12:32 pm
Link Copied!

সর্বজয়ী ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টাইন এই ফুটবলার বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সেরা। ক্লাবটির হয়ে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ক্লাব ইতিহাসে সর্বাধিক গোল করে রেকর্ড ব্যালন ডি’অর জিতেছেন। বার্সা তরুণ এক স্প্যানিশে মেসিকে নতুন করে পাওয়ার স্বপ্ন দেখছে। ১৮ বছর বয়সী যে তারকার নাম লামিন ইয়ামাল।

এরই মধ্যে বার্সার জার্সিতে আলো কেড়ে আগামী মৌসুমে ১০ নম্বর জার্সি পরবেন তিনি। দুই প্রজন্মের দুই ফুটবলারের একসঙ্গে খেলা হয়নি। তবে হতে পারেন মুখোমুখি। মেসির শেষের আগে বিশ্ব তাকে দেখতে পারে লামিন ইয়ামালের বিপক্ষে। তেমনই এক খবর দিয়েছে সংবাদ মাধ্যম দিয়ারিও এএস।

তারা দাবি করেছে, আগামী বছরের মার্চে ফিনালিজিমার দ্বিতীয় আসর বসতে যাচ্ছে। টুর্নামেন্টটি ২৬-৩১ মে’র আন্তর্জাতিক বিরতির মধ্যে হবে বলে ধারণা পাওয়া গেছে। ওই সময় ২০২৬ বিশ্বকাপের প্লে অফ শুরু হবে। এর মধ্যেই দুই ফেডারেশন ম্যাচটি আয়োজনে আগ্রহী।

দিয়ারিও এএস জানিয়েছে, রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লওজান ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ম্যাচটি আয়োজন করতে সম্মত হয়েছেন। তবে একটি শর্ত আছে স্পেনের। তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারলেই কেবল ম্যাচটি খেলবে।

আর্জেন্টিনা অবশ্য এরই মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। মার্চে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হলে এটি হবে ফিনালিজিমার দ্বিতীয় আসর। কাতার বিশ্বকাপের আগে ফিফা ও উয়েফা সমঝোতায় আসে যে, ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল একটি করে ম্যাচ খেলবে। যার নাম দেওয়া হয় ফিনালিজিমা। প্রথম আসরে ইতালিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল মেসির আর্জেন্টিনা।