দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 6 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুসিয়ালার ভয়াবহ ইনজুরির পর বায়ার্নের হার, ৯ জনের দল নিয়েও সেমিতে পিএসজি

বার্তা কক্ষ
July 6, 2025 10:10 am
Link Copied!

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। জার্মান জায়ান্টদেন বিদায় করে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে লা প্যারিসিয়ানরা।

শনিবারের ম্যাচে প্রথমার্ধের শেষ বাঁশির সময়ই পুরো বায়ার্ন  ক্যাম্প স্তব্ধ হয়ে মাঠ ছাড়ে। গোল লাইন তখনো শূন্য-শূন্য। দ্বিতীয়ার্ধে পিএসজির দুই ডিফেন্ডার লাল কার্ড দেখলেও মানসিকভাবে ভেঙে পড়া বায়ার্ন কোন গোল করতে পারেনি।

৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাচো।

প্রথমার্ধের শেষ বাঁশির ঠিক আগে ভয়াবহ এক ইনজুরিতে পড়েন বায়ার্নের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। পিএসজি ডিফেন্ডার পাচো তাকে ব্লক করেন। বক্সের মধ্যে বল ধরতে গিয়ে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে সংঘর্ষ হয় মুসিয়ালার। আপাতদৃষ্টিতে মনে হয়েছে- জয়েন্ট থেকে ছাড়িয়ে গেছে গোড়ালি।

৯২ মিনিটে লাল কার্ড খান থিও হার্নান্দেজ

অবিশ্বাস আর স্তব্ধতার মাঠ ছাড়া ওই বায়ার্ন দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে প্রথম গোল খায়। জালে বল পাঠান ডিজেরি দুয়ে।   তারপরও ৯৬ মিনিটে গোল খায় বায়ার্ন। যেটি করেন উসমান ডেম্বেলে।