ইস্তানবুলে অবস্থিত তুরস্কের ফুটবল ফেডারেশনের (টিএফএফ) সদর দপ্তরে শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলুর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হন উভয়পক্ষ। মাননীয় উপদেষ্টা বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক জাগরণ, বিদেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
এ সময় তিনি বাংলাদেশের তরুণদের মধ্যে তুর্কি ফুটবলের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে ধরেন এবং এ প্রেক্ষিতে বাংলাদেশ-তুরস্ক প্রীতি ম্যাচ আয়োজন দুই দেশের জনগণের মধ্যে ক্রীড়া-সংশ্লিষ্ট বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে জানান তিনি। জবাবে টিএফএফ প্রেসিডেন্ট প্রস্তাবটি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং জানান, সবকিছু অনুকূলে থাকলে আগামী আগস্টেই দুই দেশের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন সম্ভব হতে পারে।
বৈঠকে আরও আলোচনা হয় কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, ক্রীড়া চিকিৎসা এবং অভিজ্ঞতা বিনিময়সহ সর্বাত্মক সহযোগিতার বিষয়ে। টিএফএফ প্রেসিডেন্ট এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। মাননীয় উপদেষ্টা এ সময় মুসলিম বিশ্বে তুরস্কের সাহসী ও মানবিক নেতৃত্ব, বিশেষত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকের শেষ পর্যায়ে মাননীয় উপদেষ্টা আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিট-এ অংশগ্রহণের জন্য টিএফএফ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। উভয় পক্ষের অভিমত, এই বৈঠক বাংলাদেশ-তুরস্ক ক্রীড়া সহযোগিতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতে দুই দেশের ক্রীড়াঙ্গনকে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সম্পর্কের দিকে এগিয়ে নেবে।