গল টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার মাধ্যমে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বারের মতো এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (২১ জুন) টেস্টের পঞ্চম দিনে এই কীর্তিতে নাম লেখান বাংলাদেশ দলপতি। এছাড়া, প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়লেন শান্ত।
বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেছিলেন নাজমুল। দ্বিতীয় ইনিংসেও আজ সেঞ্চুরি তুলে নিলেন। টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬ তম ক্রিকেটার নাজমুল। থারিন্দু রত্নায়েকের করা ৮৫ তম ওভারের দ্বিতীয় বলে রিভার্স সুইপে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল।
এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি রয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটারের। প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।
পাঁচ বছর পর মুমিনুলের এই কীর্তিতে ভাগ বসান শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে ১৪৬ এবং দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এবার গল টেস্ট দিয়ে দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়েছেন শান্ত। নতুন করে এই কীর্তি গড়ে মুমিনুলকে ছাড়িয়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন শান্ত।
এছাড়া আরেকটি এলিট লিস্টে নাম লেখালেন শান্ত। অধিনায়ক হিসেবে মাত্র ১৬তম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত। আর বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়েছেন দ্বিতীয়বারের মতো। এশিয়ার মাত্র ৫ জন অধিনায়কের দুই ইনিংসে সেঞ্চুরি আছে। তারা হলেন-ধনঞ্জয়া ডি সিলভা, সুনিল গাভাস্কার, ইনজামাম উল হক, বিরাট কোহলি এবং মিসবাহ উল হক। এবার এই তালিকায় আছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্তর নাম।
টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় শান্ত
দেশ |
খেলোয়াড় |
সংখ্যা |
অস্ট্রেলিয়া |
ব্র্যাডম্যান, পন্টিং, বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বব সিম্পসন |
৬ |
ভারত |
গাভাস্কার, কোহলি |
২ |
ইংল্যান্ড |
মাইকেল ভন, গ্রাহাম গুচ |
২ |
পাকিস্তান |
ইনজামাম, মিসবাহ |
২ |
বাংলাদেশ |
নাজমুল হোসেন শান্ত |
১ |
শ্রীলঙ্কা |
ধনাঞ্জয়া ডি সিলভা |
১ |
জিম্বাবুয়ে |
ব্রেন্ডন টেইলর |
১ |
দক্ষিণ আফ্রিকা |
অ্যালান মেলভিল |
১ |