অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়ে সুপার কাপের ফাইনালে উঠে গেল বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে রাফিনিয়ার জোড়া গোলে ৫-০ ব্যবধানে বড় জয় তুলে নেয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতালানরা। একের পর এক আক্রমণের ফল পেতেও খুব বেশি সময় লাগেনি। ২১ মিনিটে ফেরান তরেসের গোলে লিড নেয় বার্সেলোনা। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লোপেস। এর মাত্র চার মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে দলকে স্বস্তিতে নেন বার্দগি। বিরতির ঠিক আগে দৃষ্টিনন্দন এক গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনিয়া।
৪-০ ব্যবধানে পিছিয়ে পড়া বিলবাওয়ের জন্য প্রথমার্ধে উল্লেখযোগ্য বলতে পোস্টে লেগে যাওয়া একটি শটই ছিল একমাত্র সান্ত্বনা। দ্বিতীয়ার্ধেও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া।
এরপর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়ে সুপার কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্লিকের দল।


