স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হবে এফসি বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাও। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে এই ম্যাচটি।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নিশ্চিত ফেভারিট দারুণ ফর্মে থাকা বার্সেলোনা। ১৫ বারের চ্যাম্পিয়নরা গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিলো ৫-২ গোলে।
লা লিগার সবশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোর স্বস্তি আরও বাড়িয়েছে ইনজুরি থেকে ফুটবলারদের ফেরাতে। ফাইনালের স্কোয়াডে ফিরেছেন রোনাল্ড আরাউহো।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.