
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা এস্পানিওলের লড়াই মানেই কাতালান ডার্বি। ঐতিহ্যগতভাবে এই ম্যাচে বাড়তি উত্তেজনা থাকে, অতীত পরিসংখ্যানও রোমাঞ্চের ইঙ্গিত দেয়। তবে সাধারণত এটিকে চিরপ্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে নেওয়া হয় না। কিন্তু আসন্ন ম্যাচটি সেই পরিচিত গণ্ডি ছাড়িয়ে যেতে চলেছে। আর উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া, যাকে সদ্য এস্পানিওল থেকে দলে টেনেছে বার্সেলোনা।
আগামী রোববার (৭ জানুয়ারি) এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনাকে যে কঠিন পরিবেশে খেলতে হবে, তার ইঙ্গিত মিলেছে আগেভাগেই। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার অজুহাতে স্বাগতিক ক্লাব স্টেডিয়ামে বার্সেলোনার জার্সি, স্কার্ফ বা যেকোনো প্রতীকী সামগ্রী পরিধানে নিষেধাজ্ঞা দিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, কাতালান ডার্বিকে ঘিরে সম্ভাব্য উত্তেজনা বিবেচনায় আরসিডিই স্টেডিয়ামে বার্সেলোনার সমর্থকদের দলীয় জার্সি নিষিদ্ধ করেছে এস্পানিওল। হুয়ান গার্সিয়ার বার্সায় যোগ দেওয়ার বিষয়টি এখনো অনেক সমর্থক মেনে নিতে পারেননি। ফলে সাবেক ক্লাবে তার প্রত্যাবর্তনও যে অস্বস্তিকর হবে, তা স্পষ্ট। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের উভয় গোলপোস্টের পেছনে সুরক্ষামূলক জাল বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে এস্পানিওল কর্তৃপক্ষ জানায়, ‘সব দর্শকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ম্যাচটি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বার্সেলোনার যেকোনো ধরনের পোশাক, স্কার্ফ বা পরিচয়সূচক প্রতীক পরে আরসিডিই স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সফরকারী দলের জার্সি, স্কার্ফ, ক্যাপ, পতাকা কিংবা অন্য কোনো স্বতন্ত্র সামগ্রী পরিহিত কাউকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।’
একই সঙ্গে স্বাগতিক সমর্থকদের জন্যও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জরিমানা, ক্লাব সদস্যপদ স্থগিত বা বাতিলসহ কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। অপরাধের মাত্রা অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত সদস্যপদ বাতিল কিংবা স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করার ব্যবস্থাও রাখা হয়েছে। জরিমানার অঙ্ক ১৫০ ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ৬ লাখ ইউরো পর্যন্ত হতে পারে।
বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা এস্পানিওল ৩৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। আর ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2026 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.