সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৩ সালে একটি টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন।
দীর্ঘদিন ধরে পাঁজরের ইনজুরিতে ভোগার কারণে চলতি মৌসুমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে পারেননি ব্রেসওয়েল। ক্রমাগত এই চোটই শেষ পর্যন্ত তার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য করেছে।
২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রেসওয়েল। তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অর্জন ২০১১ সালের হোবার্ট টেস্ট। ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই ৬০ রানে ৯ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় পায় নিউজিল্যান্ড। ওই ম্যাচের মাধ্যমে ২৬ বছর পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় ব্ল্যাক ক্যাপস—যা এখনো দেশটিতে তাদের সর্বশেষ টেস্ট জয়।
টেস্ট ক্রিকেটে ২৮ ম্যাচে ৩৮.৮২ গড়ে ৭৪ উইকেট শিকার করেন ব্রেসওয়েল। সাদা বলের ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে মোট ৪৬টি উইকেট।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ব্রেসওয়েল বলেন, ‘আমার জীবনের এটি এক গর্বিত অধ্যায়। দেশের হয়ে খেলা, সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করা—তরুণ ক্রিকেটার হিসেবে এগুলোই ছিল আমার স্বপ্ন। প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি। এতদিন খেলতে পেরে এবং ক্রিকেট উপভোগ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।’
নিউজিল্যান্ডের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট পরিবার থেকে উঠে এসেছেন ডগ ব্রেসওয়েল। তার বাবা ব্রেন্ডন ও চাচা জন—দুজনেই টেস্ট ক্রিকেট খেলেছেন। চাচা জন একাধিকবার নিউজিল্যান্ড দলের কোচের দায়িত্বও পালন করেছেন। অন্য চাচা ডগলাস ও মার্কও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। চাচাতো ভাই মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে তিনি দুটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচেও একসঙ্গে খেলেছেন।
ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে দীর্ঘদিন খেলার পাশাপাশি ব্রেসওয়েল ২০১২ সালে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমান দিল্লি ক্যাপিটালস) জার্সিতে মাঠে নামেন। এছাড়া তিনি গত বছর এসএ২০ লিগে জোবার্গ সুপার কিংসের হয়ে এবং চলতি বছর গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে খেলেছেন।
একটি বিরল কীর্তি নিয়েই ক্রিকেটকে বিদায় জানালেন ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে চার হাজারের বেশি রান ও চারশোর বেশি উইকেট—এই অনন্য কীর্তি রয়েছে আর মাত্র একজনের, অফস্পিনার জিতান প্যাটেলের। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে ব্রেসওয়েল সংগ্রহ করেছেন ৪৩৭ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ৪ হাজার ৫০৫ রান।


